জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে বাসাইলের পরাজিত সদস্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম সংগ্রামের টাকা ফেরত দিচ্ছেন ভোটাররা। ভোটের পরে টাকা ফেরত চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। মুহূর্তের মধ্যেই তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এর পর থেকেই পরাজিত ওই প্রার্থীকে টাকা ফেরত দিয়ে নাম প্রকাশের অনুরোধ করেন ভোটাররা।
জানা যায়, টাঙ্গাইলের ১১ নম্বর ওয়ার্ড (বাসাইল) সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ভোটের পূর্বে ৫৫ জন ভোটারকে ১০ থেকে ৩০ হাজার করে মোট ১০ লাখ টাকা দেন। ভোটে পরাজিত হয়ে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর থেকে তিনি প্রায় পাঁচ লাখ টাকা ফেরত পেয়েছেন। অন্য ভোটাররা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন।
রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, ‘জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করি। ভোটাররা একা দেখা করার কথা বলে বিভিন্ন পরিমাণের টাকা দাবি করে। নির্বাচনে বিজয়ী হওয়ার লোভে পড়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছিলাম। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পরপরই প্রায় অর্ধেক টাকা ফেরত পেয়েছি। আরো অনেকে ফেরত দেবেন বলে আশ্বস্ত করেছেন। ’ তবে তিনি চাপে আছেন, বেশি কথা বলতে পারবেন না বলে জানান।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উমর ফারুক জানান, ভোট কেনাবেচা জঘন্য অপরাধ। এটা অন্যের অধিকার টাকা দিয়ে কিনে নেওয়া। একসময় যারা ভোট কিনত বা বিক্রি করত তারা এটা নিয়ে লজ্জাবোধ করত। এখন ওই মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে। ভোট কেনাবেচায় আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিন দিন এমন অপরাধের প্রবণতা বাড়ছে।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন ১১ নম্বর ওয়ার্ড বাসাইলে মোট ভোটার ৯৪ জন। পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়। এখানে সদস্য পদে নাছির খান ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মোহাম্মদ হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট। মিজানুর রহমান খান পেয়েছেন ১১ ভোট, মোহাম্মদ রফিকুল ইসলাম সংগ্রাম পেয়েছেন সাত ভোট ও আতিকুর রহমান একটি ভোটও পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।