জুমবাংলা ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নামে ব্যক্তিগত কোন ফেসবুক একাউন্ট নেই। তিনি নিজ নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনও একাউন্ট পরিচালনা করেন না।
তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ব্যবহার করা একাধিক ভূয়া একাউন্ট সম্পর্কে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এসব ভূয়া একাউন্ট পরিচালনাকারিদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, অন্যথায়, দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ভুয়া একাউন্ট পরিচালনা করায় বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। এসব একাউন্টের বিষয়ে দেশের আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা তদন্ত করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে গত ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।যার জিডি নম্বর ২৩৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।