দিনকে দিন জনপ্রিয় হয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিনের অনেক সময় ব্যয় করলেও কখনো কখনো বিশেষ কোনো পোস্ট অতি ব্যস্ততার কারণে পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না।
তবে ফেসবুক পেজ থেকে পোস্ট শিডিউল করে রাখলে কাঙ্ক্ষিত সময়ে যে কোনো কনটেন্ট পোস্ট করতে পারবেন।
ফেসবুকে বন্ধু এবং পরিচিতদের সঙ্গে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ছবি অডিও-ভিডিও কম বেশি শেয়ার করেন সবাই। তবে ব্যস্ততার কারণে কিছু সময় ফেসবুকে ছবি অডিও-ভিডিও শেয়ার করতে না পারলে পোস্ট সিডিউল অপশন ব্যবহার করে ছবি অডিও ভিডিও একটি নির্দিষ্ট টাইম ফরমেটে করে দিতে পারেন। যেটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে পেজ বা গ্রুপে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল
ফেসবুক পেজ থেকে পোস্ট শিডিউল করার জন্য প্রথমে পেজে প্রবেশ করতে হবে। এরপর ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট লেখা, ছবি বা ভিডিও আপলোড করতে হবে অথবা নতুন বার্তা লিখতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা নেক্সট বাটনে ক্লিক করে শিডিউলিং অপশন নির্বাচন করতে হবে।
এবার শিডিউল ফর লেটার নির্বাচন করলেই তারিখ ও সময় নির্ধারণের অপশন দেখা যাবে। পোস্ট প্রকাশের দিনক্ষণ নির্ধারণের পর ব্যাক অ্যারো বাটনে ট্যাপ করে পোস্ট বাটনে ক্লিক করতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল
ফেসবুক গ্রুপ থেকে শিডিউল পোস্ট করার জন্য প্রথমে নির্দিষ্ট গ্রুপে প্রবেশ করতে হবে। এরপর ‘রাইট সামথিং’ বাটনে ক্লিক করে নির্দিষ্ট লেখা, ছবি বা ভিডিও আপলোড করতে হবে অথবা নতুন বার্তা লিখতে হবে।
এরপর ওপরে থাকা শিডিউল অপশনে থাকা ট্যাপ শিডিউল পোস্ট টগলটি চালু করতে হবে। এরপর দিনক্ষণ নির্ধারণের পর ওপরে থাকা শিডিউল বাটনে ক্লিক করতে হবে।
এছাড়া অ্যাপ বা ব্রাউজারে মেটা বিজনেস স্যুট ব্যবহার করেও ফেসবুক পোস্ট শিডিউল করতে পারবেন। ২০ মিনিট থেকে শুরু করে ২৯ দিন পর্যন্ত ফেসবুক পোস্ট শিডিউলের সুবিধা রয়েছে।
বাবা-মাকে বেডরুমে এই অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল
উল্লেখ্য, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সুবিধা ব্যবহার করা যায় না। ফেসবুক পেজ বা গ্রুপের এডমিনরা শুধু পোস্ট শিডিউল সুবিধা ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।