Views: 228

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক ভিডিও নীতিমালায় কঠোর হচ্ছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট নীতিমালায় কিছু পরিবর্তন আনছে অক্টোবরে। এ বিষয়ে ঘোষণা আগে আসলেও এতদিন পরিষ্কার ছিল না।

নিউ মিউজিক্যাল এক্সপ্রেসের (এনএমই) কাছে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, অন্যের মালিকানাধীন কোনো ভিডিও বা মিউজিক পোস্ট করলে সেটি আমরা ব্লক করে দিতে পারি। শুধু কনটেন্ট নয় অভিযুক্ত ব্যক্তির পেজ কিংবা অ্যাকাউন্টও ব্লক হতে পারে।


লাইভের ক্ষেত্রেও এমন নীতিমালা অনুসরণ করতে চায় ফেসবুক। এনএমইর প্রতিবেদনে বলা হয়েছে, এমনটি হলে কোনো ব্যান্ড অন্যের গান লাইভে হয়তো গাইতে পারবেন না!

ফেসবুক ২০১৮ সালের দিকে মিউজিক গাইডলাইন প্রণয়ন করে। এরপর আর খুব বেশি কিছু পাল্টানো হয়নি।

করোনাভাইরাসের সময় অনেক শিল্পী লাইভে প্রচুর ভিউ অর্জন করেছেন। সাধারণ মানুষও এই দিনগুলোতে বেশি বেশি ভিডিও কনটেন্ট ব্যবহার করেছেন।

ফেসবুক তাদের মেসেঞ্জারেও কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ভুল এবং ক্ষতিকর তথ্যের ভাইরাল হওয়া আটকাতে ফরোয়ার্ডের সুযোগ সীমাবদ্ধ করতে চায় কোম্পানিটি।

ফেসবুকের মুখপাত্র জেই সুলভিয়ান ব্লগ পোস্টে এ বিষয়ে বলেছেন, ব্যবহারকারীদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল তথ্যের কারণে তারা যেন বিভ্রান্ত না হন, সেটি আমরা সব সময় নিশ্চিত করতে চাই।


আরও পড়ুন

ফোনের আইএমইআই নম্বর যাচাই করবেন যেভাবে

Mohammad Al Amin

৩০ মিনিটে চার্জ হবে ফোন

Shamim Reza

খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আরইআই এর ‘অব্যবহৃত হেডকোয়ার্টার’ কিনছে ফেসবুক

Mohammad Al Amin

হ্যাকারদের এক ইমেইল ঝাঁকুনি দিলো ভারতকে

Shamim Reza

মোবাইলে এক চার্জেই চলবে ৩ মাস

Shamim Reza

তিন টাকায় ১ জিবি ইন্টারনেট!

globalgeek