জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী বুধবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৪৩১ জন দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে এসব পরিবারকে ত্রাণ দেয়া হয়।
এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলর/ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন না মানা, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে ০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


