
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খুব সহজেই এখন Whatsapp ওয়েবে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা। লগ-ইনের জন্য ফোন কানেক্ট থাকা লাগবে না। বহুল এই প্রতীক্ষিত এ সুবিধা চালু করেছে Whatsapp কর্তৃপক্ষ।
আগে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে অর্থাৎ ওয়েব Whatsapp লগ-ইন করতে হলে সবসময় ফোনের প্রয়োজন হতো। ফোন কানেক্ট না করলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যেত না। কিন্তু মাল্টি ডিভাইস ফিচারের বিটা প্রোগ্রাম লঞ্চ হওয়ায় এ ঝামেলা আর নেই। এখন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালাতে হলে আর ফোনের প্রয়োজন হবে না।
মাল্টি ডিভাইস কানেকশন ফিচারটি বর্তমানে Whatsapp বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি শিগগির উন্মুক্ত করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়েবেটাইনফো।
নতুন এই ফিচারের ফলে কম্পিউটারে স্কাইপে বা ফেসবুক মেসেঞ্জারের মতোই ব্যবহার করা যাবে Whatsapp। আগের মতো মোবাইল কানেক্টেড থাকা লাগবে না। এর ফলে মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলে, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কিংবা ফোন ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
মাল্টি ডিভাইস ফিচারের সাহায্যে একটি Whatsapp অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ডিভাইসে লগ-ইন করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একই সঙ্গে একাধিক (চারটি) ডিভাইসে লগ-ইন থাকা যাবে। একটি ডিভাইসে লগ-আউট করে পরবর্তী ডিভাইসে লগ-ইন করা লাগবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ব্যবহারকারীর যাবতীয় তথ্য সুরক্ষিত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



