বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিদ্যুৎ খরচের ভয়ে এই গরমেও অনেকেই ফ্যান চালাতে দুইবার চিন্তা করেন। কিন্তু আপনি কি জানেন ফ্যানের চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে এমন কিছু যন্ত্র বা মেশিন আপনার ঘরেই আছে। বিশেষ করে বাসা-বাড়িতে এমন কিছু হোম অ্যাপ্লায়েন্স আছে যা হু হু করে বিদ্যুৎ খরচ করে। এসব যন্ত্র যদি আপনি চিনতে পারেন তবে কোনটায় কত বিদ্যুৎ খরচ করে তার হিসাবও মেলাতে পারবেন। সবথেকে বেশি কারেন্ট খরচ করে এসব হোম অ্যাপ্লায়েন্স।
এয়ার কন্ডিশনার
কমবেশি সকলেই জানেন গরমকালে সবথেকে বেশি কারেন্ট খরচ করে এয়ার কন্ডিশনিং সিস্টেম। যেহেতু উচ্চ ওয়াট শক্তি খরচ হয় এবং অনেকক্ষণ ধরে চলে তাই সবথেকে বেশি ইউনিট খরচ করে এসি। তাই এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে বিদ্যুৎ খরচ কমাতে পারবেন না।
ওয়াটার হিটার
ওয়াটার হিটারের ব্যবহার গ্রীষ্মকালে সেই ভাবে হয় না। তবে বিদ্যুৎ খরচের দিক দিয়ে ওয়াটার হিটার দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে একটি ট্যাংক থাকে যা ক্রমাগত গরম পানি সরবরাহ করে। তবে এর জন্য বেশ ভালো পরিমাণে শক্তি খরচ করে ওয়াটার হিটার।
ইলেকট্রিক রুম হিটার
বাড়ি গরম রাখার জন্য শীতপ্রধান দেশে ব্যবহার করা হয়। এদেশে সেই ভাবে ইলেকট্রিক হিটারের চল নেই। এগুলো ঘর গরম রাখতে সাহায্য করে। তবে তার জন্য উচ্চ পরিমাণ শক্তি লাগে হিটারগুলির। যে কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
ওয়াশিং মেশিন
এসির পর যে হোম অ্যাপ্লায়েন্স পৃথিবীর সর্বত্র ব্যবহার হয় তা হল ওয়াশিং মেশিন। বিশেষ করে ক্লোথ ড্রাইয়িং মেশিনগুলো। জামা পরিষ্কার এবং শুকোনোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন/ক্লোথ ড্রায়ার। তাই বিদ্যুৎ বিল খরচ কমানোর জন্য ওয়াশিং মেশিন ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে।
ফ্রিজ
ফ্রিজ এমন একটি বস্তু যা সব সময় কাজ করে। বিশেষ করে গরমকালে এর কোনও বিশ্রাম নেই। যে কারণে কারেন্ট খরচও সেই ভাবে হয়। মাস শেষে যে মোটা অংকের বিল আসে তার একটি বড় অংশ ফ্রিজের কারণে। তাই ফ্রিজের দরজা সর্বদা ভালো ভাবে বন্ধ করতে হবে এবং সংস্থার তরফে যে তাপমাত্রা বলে দেওয়া হবে সেটাই রাখার চেষ্টা করুন।
ইলেকট্রিক ওভেন ও স্টোভ
ফ্যান ও লাইটের থেকেও বেশি বিদ্যুৎ বিল খরচ করে ইলেকট্রিক ওভেন ও স্টোভ। যদি এটির ব্যবহার ঠিক মতো না করেন তাহলেই বিপত্তি। ঘন ঘন খাবার গরম বা তৈরি করার জন্য ইলেকট্রিক ওভেন ব্যবহার কমাতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।