Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে করোনা মহামারিতে শনিবার আরো ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী দিনগুলোর চেয়ে কম, পাশাপাশি ইনটেনসিভ কেয়ারে ধারাবাহিকভাবে ১৭ তম দিনে রোগীর সংখ্যা কমেছে। সরকারি কতৃপক্ষ এ কথা জানায়।
গত মার্চে মহামারি শুরু থেকে ফ্রান্সে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১৪ জন। শনিবার মৃত ৩৬৯ জনের মধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, যা গত এক মাসের মধ্যে সর্বনিন্ম। ১৭১ জন কেয়ার হোমে মারা গেছেন।
বর্তমানে ফ্রান্সে ৭ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।