Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে একদিনে সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হলো।
রবিবার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।
দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।
এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরো বাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।