বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটির জনপ্রিয়তা নতুন একটি ক্যারিয়ার অপশন খুলে দিয়েছে। ধীরে ধীরে বড় হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র। ফলে ডেভেলপারদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফ্রিতে কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই।
সীমিত সময়ের জন্যই কোর্সটি ফ্রিতে করার সুযোগ পাওয়া যাবে। গত মাসেই সান ফ্রান্সিসকো ভিত্তিক এআই স্টার্টআপ প্রম্পট ইঞ্জিনিয়ার (লাইব্রেরিয়ানও হতে হবে) চেয়ে বিজ্ঞাপন দেয়। সেখানে বেতনের পরিমাণ উল্লেখ করা হয় বছরে সাড়ে তিন লাখ ডলার (তিন কোটি ৬০ লাখ টাকা)। প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা দেখে অনেকেই বিষয়টি শিখতে শুরু করেছেন বা অন্যকে শেখাচ্ছেন। ওপেন এআইয়ের কোর্সটি করতে ঢু মারতে হবে ডিপলার্নিং.এআই ওয়েবসাইটে। কোর্সের ডিজাইন করেছেন ওপেন এআইয়ের কর্মী ইসা ফুলফোর্ড ও ডিপলার্নিং.এআইয়ের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু এনজি।
এক ঘণ্টার কোর্সটি করতে পাইথন প্রগ্রামিং ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ই-লার্নিং প্ল্যাটফরম কোর্সেরা প্ল্যাটফরম ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর চ্যাটজিপিটি কোর্স চালু করেছে। তবে কোর্সটি ফ্রি নয়। উল্লেখ্য, এআইকে নির্দিষ্টভাবে নির্দেশনা প্রদানকেই প্রম্পট বলা হয়। এআইয়ের সামর্থ্যের পুরোটা বের করে আনতে সঠিক প্রম্পট প্রদানের প্রক্রিয়াকেই বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই প্রম্পট প্রদানের জন্য ব্যবহারকারীকে উদ্ভাবনী চিন্তা করতে হবে এবং বিভিন্ন পদ্ধতিতে প্রম্পট দিতে হবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।