ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি হল যথাক্রমে বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল এবং শেরে বাংলা হলের রিডিং রুম ও টিভি রুমে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শেখ হাসিনা হলের রিডিং রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
এ সময় শেখ হাসিনা হলের প্রভোস্ট সহ বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, ছাত্র উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, হলের আবাসিক শিক্ষক, সহকারি আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সিফাত আহমেদ বলেন, বিগত আন্দোলনে আমাদের অন্যতম দাবি ছিলো ক্যাম্পাসকে ফ্রি ইন্টারনেট সার্ভিসের আওতায় নিয়ে আসা। যদি হলে ফি তে আমরা ইন্টারনেটের জন্য টাকা দিয়েছি কিন্তু সেই সুবিধা এতোদিন ছাত্ররা পাইনি। এখন হলে ইন্টারনেট ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় ভিসি (দায়িত্বপ্রাপ্ত) মহোদয়কে কৃতজ্ঞতা জানাই।
ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বলেন,আপাতত হল গুলোতে ফ্রী ওয়াইফাই সুবিধার মধ্যে আনা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওয়াতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।