প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এর আগে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দুবাই ক্যাপিটালসে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। আর এই জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন এই দুই ক্রিকেটার।

বুধবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকান লিগ এসএ টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে তাইজুলকে ৩৪ লাখ ৯০ হাজার টাকায় (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড) কিনেছে ডারবান সুপার জায়ান্টস।
এসএ টোয়েন্টির নিলামে প্রথমে নাম দিয়েছিলেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে ১৪ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। গতকাল হওয়া নিলাম থেকে অবশ্য দল পেয়েছেন মাত্র একজন।
তাইজুল ছাড়া মোস্তাফিজের নাম ডাকা হলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে সাকিব আল হাসান, লিটন দাসসহ বাকিদের নামও তোলা হয়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, তাইজুল-মুস্তাফিজদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এদিকে দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের খেলার খবরটি ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্টের মাধ্যমে কয়েকদিন আগেই জানিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।