ট্রাভেল ডেস্ক : যাত্রীর অভাবে ৩৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে লুফটহানজাকে। এটি জার্মানির বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। ইউরোপে এর আগে শুধু রয়েছে বৃটিশ এয়ারওয়েজ। তবে এবার বেশ বিপাকেই পড়েছে লুফটহানজা। কোভিড মহামারির কারণে একদিকে রয়েছে যাত্রীর অভাব, আবার পাইলটরাও অসুস্থ হয়ে পড়ছেন। এখনো বিশ্বজুড়ে বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
এ নিয়ে লুফটহানজার সিইও বলেন, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময়ে চাহিদা একেবারই কমে গেছে। তাই তারা বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন।
জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও যাত্রী অনেক কমে গেছে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে যাত্রী নেই, তাও তাদের শীতের সময় ১৮ হাজার বাড়তি ফ্লাইট চালাতে হবে। না হলে তাদের টেক অফ ও ল্যান্ডিংয়ের অধিকার সুরক্ষিত থাকবে না।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, মহামারির আগে যত বিমান চালাত এই সংস্থা এখন তার ৬০ শতাংশ চালাতে হচ্ছে। যাত্রী কমেছে ৫০ শতাংশ। তারপরেও আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠা-নামা চালু রাখতে গেলে তাদের এই ফ্লইট চালাতেই হবে এমন নিয়মের কারণে চাহিদার বাইরেও বিমান চালাচ্ছে সংস্থাটি। মহামারির কঠিন সময়ের পর তারা তৃতীয় কোয়ার্টারে লাভের মুখ দেখেছে।
সামনে আসছে বড়দিন। কিন্তু এরপরেও সংকট কাটছে না লুফটহানজার। তার কারণ পাইলটদের অসুস্থ হয়ে পড়া। এই সমস্যার মুখে পড়ে আগামী দুই সপ্তাহে ডজনখানেক ফ্লাইট বাতিল করতে হয়েছে তাদের। বাতিল করতে হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলাচলকারী বিমান। জাপানের বিমানও বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।