আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ফ্লাইবোর্ডে উড়ে ইংলিশ চ্যানেল পারি দিয়েছেন ফরাসী উদ্ভাবক ফ্রাঙ্কি জাপাতা। দ্বিতীয়বারের প্রচেষ্টায় এই কাজে সফল হলেন তিনি।
৪০ বছর বয়সী জাপাতা ফ্রান্সের ক্যানিয়াসের কাছ থেকে উড্ডয়ন শুরু করে অবতরণ করেন ডোভারের সেইন্ট মার্গারেটস বেতে। জাপাতার ফ্লাইবোর্ডে রয়েছে ৫টি টারবাইন, যা চালিত হয় কেরোসিন দিয়ে। এই বোর্ডের সর্বোচ্চ গতি ঘন্টায় ১৯০ কিলোমিটার। ২৫ জুলাই প্রথমবারের মতো ইংলিশ চ্যানেল পারি দিতে চেষ্টা চালান সাবেক জেট স্কি চ্যাম্পিয়ন জাপাতা। তবে রিফুয়েলিং জটিলতায় এই চেষ্টা ব্যর্থ হয়। সর্বশেষ চেষ্টায় একটি বড় বোট আর রিফুয়েলিং প্ল্যাটফর্ম ব্যবহার হয়েছে। এভাবেই সম্ভব হয়েছে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে জাপাতার ৩৫.৪ কিলোমিটারের উড়ন্ত সফর।
সম্প্রতি বাস্তিল দিবসের প্যারেডে জাপাতার ফ্লাইং বোর্ড সবার নজর কাড়তে সক্ষম হয়। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোও এর উচ্ছসিত প্রশংসা করেন। শোনা যাচ্ছে, জাপাতার এই ভবিষ্যতমুখী আবিস্কার গ্রহণ করতে পারে ফরাসি স্পেশাল ফোর্স।
কারণ এই নিঃশব্দ বোট রাডারের কাছে প্রায় অদৃশ্য থেকে যেকোন স্থানে যেতে সক্ষম। এই বোটে আলাদা কোনো জ্বালানী ট্যাঙ্কও নেই। প্রয়োজনীয় কেরোসিন থাকে জাপাতার ব্যাকপ্যাকে!
সূত্র : বিবিসি, এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।