আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির দায়ে আটক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়িটিকে পার্থ মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল বলে তদন্তে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুর থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে ২৭ কোটি ৯০ লাখ রুপি এবং ৫ কেজি সোনা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা-এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এর আগে গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপিরও বেশি নগদ উদ্ধার করে ইডি। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে তদন্ত রিপোর্টে জানিয়েছে ইডি।
এ বিষয়ে তদন্তকারীদের অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন, রাজ্যের বিশাল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে এ অর্থ পেয়েছেন তারা। যে ঘরে নগদ অর্থ রাখা হয়েছিল, সেখানে শুধু পার্থ ও তার লোকদের প্রবেশাধিকার ছিল। প্রতি ১০ দিন পর পর সেখানে যেতেন তারা।
অর্পিতা তদন্তকারীদের বলেন, ‘পার্থ আমার বাড়িটিকে মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল।’
ইডি সূত্রে জানা যায়, শুধু ওয়ারড্রোব থেকে নয় টাকা উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাটের শৌচাগার থেকেও। সেখানে ব্যাগে ও প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা ছিল ওই টাকা। একই সঙ্গে জানা গেছে, ওই ফ্ল্যাট থেকে যা সোনা উদ্ধার হয়েছে, তাতে গহনার থেকে বাট বেশি।
সূত্র: এনডিটিভি
রান্নার জন্য জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ৪.৩৯ ক্যারেটের হীরা পেলেন দুঃস্থ নারী!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।