Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাথরুমে ফ্ল্যাশ করার জায়গাটি জোরে চাপ দিলেও কোনোভাবেই কাজ হচ্ছিল না। একপর্যায়ে পানির পাত্রের ঢাকনা খুলতেই ফোঁস করে ওঠে বিশালাকার সাপ।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। জানা গেছে, ২৫ বছর বয়সী সোফি পিয়ারসন গত রবিবার ভয়ঙ্কর ওই পরিস্থিতিতে পড়েছিলেন।
তিনি বলেন, বাটন বারবার চাপ দেওয়ার পরেও কাজ না হলে আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়। কোনো সমস্যা সেখানে আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য ঢাকনাটি সরাই। কিন্তু ঢাকনা সরাতেই যা দেখি, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
সাপটির নাম কমন ট্রি স্নেক। মূরথ, সাপ ও ইঁদুর এদের প্রিয় খাবার। গাছের কোটরে এরা বসবাস করে। তবে বিষ নেই। তারপরেও ভয় পেয়ে সাপ উদ্ধারকারীদের ডাকেন ওই তরুণী।
সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।