কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কুড়িগ্রাম জেলা শাখা গঠিত হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কুড়িগ্রাম জেলা শাখা গঠিত হলো। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের গত ২৬ অক্টোবর সপ্তম মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক সমিতির কুড়িগ্রাম জেলা শাখার অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির সচিব নছর উদ্দিন। জেলায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক আতাউর রহমান খান হেরিক, যুগ্ন আহবায়ক বাবু চিন্ময় পাল ও মশিউর রহমান তানু। সদস্য শ্রী উজ্জল চন্দ্র সরকার,আ: মজিদ সরকার,ফখরুল ইসলাম বাপ্পী,রাশেদুজ্জামান রাশেদ, আরিফুল ইসলাম আরিফ,বাবু অসীম কুমার ঘোষ,মাজেদুল ইসলাম, কে এম আব্দুস সাত্তার লিটন, শ্রী পার্থ প্রতীম মজুমদার পকি, মোহাম্মদ আলী মুকুল, সেলিম আহম্মেদ, আব্দুল জলিল সরকার।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে আহবায়ক আতাউর রহমান খান হেরিক জানান, জেলার সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে এমআরপি বাস্তবায়ন, সদস্য সংগ্রহ, ফার্মেসি ফাউন্ডেশনের কোর্স অব্যাহত রাখা, সাধারণ কেমিস্টসদের স্বার্থ সংরক্ষন, মেয়াদ উর্ত্তীণ ওষুধ ফেরত, অবৈধ ড্রাগ বিক্রয় বন্ধসহ জেলায় একটি শক্তিশালী সংগঠন তৈরি করার প্রতিশ্রুতিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কুড়িগ্রাম জেলা শাখা গঠিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।