জুমবাংলা ডেস্ক: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মৃত্যুবরণ করেছেন। এই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯৭ জন।
শনিবার (১০ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন বগুড়ার এবং নাটোর, দিনাজপুর ও জয়পুরহাট জেলার ১ জন করে রয়েছেন।
এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫২৪ জন। এরমধ্যে সুস্থ হযেছেন ১৩ হাজার ৪৫০ জন। করোনায় মোট মারা গেছেন ৪৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।