জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে খুলনায় হাজার মুসল্লি একত্রিত হয়ে নামাজ ও দোয়া পাঠ করেছেন। তবে প্রযুক্তির মাধ্যমে এ সময় একত্রিত হয়েছিলেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ। বুধবার (১৭ মার্চ) খুলনার জেলা স্টেডিয়ামে এ দোয়ার আয়োজন করা হয়।
জানা গেছে, খুলনার ছয় হাজার ছয়শত ৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি সমবেত হয়ে বিকেল পাঁচটায় আসরের নামাজ আদায় করেন বুধবার। এরপর নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহিদ সদস্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় খুলনা জেলার এক হাজার আটশত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার দুইশত মসজিদের মুসল্লিসহ প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ অনলাইন জুম প্রযুক্তিতে এই দোয়া ও মোনাজাতে যুক্ত হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে অংশ নিয়ে খুশি মুসল্লি এবং আয়োজকরা।
এরআগে ১৭ মার্চের পূর্বেই খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার দুইশত বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।