জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে উপলক্ষে গোপালগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কুরআন খতম সম্পন্ন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এতিম শিশুরা শোকের মাসব্যাপী বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় ৬০ হাজার ৭৫ বার কুরআন খতম করে।
আজ শনিবার শোকের মাসের শেষ দিনে কুরআন খতম শেষে এতিম শিশুরা টুঙ্গিপাড়ায় শোক র্যালি বের করে। র্যালিটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মিনা মাসুদুজ্জামান, উপ পরিচালক হরিশ্চন্দ্র বিশ্বাস, ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান, সমীর মল্লিক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোঃ রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ।
শোক র্যালি শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মিস যুয়েনা আজীজ, মহাপরিচালক গাজী মোঃ নুরুল কবীর যুক্ত হন।
গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অফিসের ডিডি সমীর মল্লিক বলেন, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জাতির পিতার ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে মাসব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়। এর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, কুরআন খানি, দোয়া মোনাজাত, শোক র্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
আমাদের টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা বঙ্গবন্ধুর জন্য মাসব্যাপী ৬০ হাজার ৭৫ বার কুরআন খতম করেছে। কুরআন খতম শেষে শোকর্যালি করেছি, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী শোকের কর্মসূচি শেষ হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের পর এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও ডিজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।