Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হেবরনে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। খবর ইউএনবি’র।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিক আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি শেখ হাসিনাকে সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করারও আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে শেখ হাসিনার প্রতি আহ্বান রাখেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.