নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতারা।
রবিবার (১৫ই আগষ্ট) সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফয়সাল আজিজ ভূঁইয়া জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছন তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন পূরণে নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন হৃদয় জানান, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধু সর্বকালের মহানায়ক। তাঁকে বাঙালি জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।’
দ্রুত বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনার জোড়ালো দাবি জানান তিনি।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষ্ণ গোপাল, মেজবাবুর রহমান মেজবা, রবিউল আলম লাভলু, মো সোহরাব হোসেন, মাসুদুর রহমান, আহসান সিদ্দিক রিমন, অজিত সরকার, ওমর ফারুক, জুয়েল রানা এবং আল মামুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



