জুমবাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এসোসিয়েশনের নবনির্বাচিত ১৫১ সদস্যের কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সীমিত পরিসরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত বইয়ে পরিদর্শন নোট লিখেন কমিটির সভাপতি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদনের সময়ে উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সভাপতি ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, এসবির ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডিএমপির গুলশান ডিভিশনের উপকমিশনার মো. আসাদুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।