জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহের শামিল। জড়িতদের চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আন্দোলনের জন্য হেফাজতের কাঁধে বিএনপি ভর করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন,’বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার মতো ধৃষ্টতা যারাই দেখাবে তাদেরকেই চরম মূল্য দিতে হবে। বিএনপি এখানে উস্কানিতে আছে কিনা আমরা দেখছি। তারা তো একটা আন্দোলন নিজেরা করতে পারে না। তাদের নেত্রীর জন্য দেখার মতো দর্শনিয় মিছিল তারা করতে পারেনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


