জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি গোটা বাঙ্গালি জাতির জন্যেও বিশ্ব দরবারে এক বিরাট সন্মানের বিষয়। এ কারণে বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তিকে প্রতিপাদ্য করে এবছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন তাৎপর্য বহন করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ শান্তি পরিষদের এক ভার্চূয়াল আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভাটি আজ দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, মুজাহিদুল ইসলাম সেলিম, হাসানুল হক ইনু, এডভোকেট এস এম এ সবুর, ডা. শাহাদাত হোসেন, পার্থসারথী চক্রবর্তী, এম্বাস্যাডর মমতাজ হোসেন, নাজমুল হক প্রধান, ফজলে হোসেন বাদশা, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অবঃ) সামসুল আরেফিন, সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ শান্তি পরিষদ নেতৃবৃন্দ বিশ্ব শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালে হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকারের লড়াই ছিল না। এ লড়াই ছিল দখলদার পাকিস্তানী বাহিনী এবং সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই শান্তির লড়াইয়ের প্রধান নেতা।
নেতৃবৃন্দ বলেন, বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ২৩ মে অত্যন্ত ন্যায্য কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি এবং স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখার জন্য জুলিও কুরি শান্তি পদক এর মতো বিরল আন্তর্জাতিক সন্মানে ভূষিত করে।
বঙ্গবন্ধুর এই ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তি গোটা বাঙ্গালি জাতির জন্যেও বিশ্ব দরবারে এক বিরাট সন্মানের বিষয়। বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তিকে প্রতিপাদ্য করে এবছর ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন বিরাট তাৎপর্য বহন করবে। সভায় মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


