জুমবাংলা ডেস্ক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের বই কেনা নিয়ে দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন ব্যারিস্টার সুমন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগে জড়িত সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন জানালে সোমবার লিখিত আকারে আবেদন করতে বলেছেন হাইকোর্ট।
ব্যারিস্টার সুমন বলেন, এখানেই বিচারই যথেষ্ট নয়; এখানে হচ্ছে কারা এটার সাথে সম্পৃক্ত। কেননা মন্ত্রণালয় নিজের মালিকানা বই যদি নিজেই আবার কিনেন.. এর মানে মন্ত্রণালয় এটার সাথে জড়িত। তার মালিকানার বই আবার নিজেই কেন কিনবেন কেন? এজন্য আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট আমাদের বলেছেন, অ্যাপ্লিকেশন আকার এটি আসতে বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।