
Advertisement
স্পোর্টস ডেস্ক: ‘বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীকে ৭৭-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকার, ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ মোট ছয়টিদল অংশগ্রহণ করে।
সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্থানীয় পদস্থ সামরিক অসামরিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



