জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বছরের পঞ্চম চা নিলামে প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকার চা বিক্রি হয়েছে। বুধবার শ্রীমঙ্গল উপজেলার অস্থায়ী নিলাম কেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামে শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার্সসহ শতাধিক বায়ার অংশ নেন। ৫টি ব্রোকার্সের মাধ্যমে চা নিলামে ৩২টি বাগানের মোট ২ লাখ ৫ হাজার ৯৭৩ কেজি চা তোলা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি দামে চা বিক্রি হয় হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের চা ২৪০ টাকা প্রতি কেজি দরে।
পঞ্চম নিলামে তুলনামূলক ভালো দাম পেয়ে খুশি বলে জানান বিক্রেতারা। তারা জানান, নিলামে উৎসবমুখর পরিবেশ ছিল। প্রতিটি অকশনে নতুন চা তোলা হয়। ফলে চা বেশি বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।