অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের গোলেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দল অ্যাঙ্গোলার বিপক্ষে এটি ছিল আর্জেন্টিনার দ্বিতীয় মুখোমুখি লড়াই। ২০০৬ সালের বিশ্বকাপের আগেও একই ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেম্ব্রোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সফরকারীরা। প্রায় ৬৬ শতাংশ বল দখলে রেখে গোলের সামনে নিজেদেরই বেশি খুঁজে পায় আর্জেন্টিনা। অন-টার্গেটে নেওয়া তিনটি শটের দুইটিই যায় জালে।
প্রথমার্ধে একাধিক সুযোগ পান মেসি। ২১ মিনিটে মার্তিনেজের দারুণ পাস থেকে গোলের সুযোগ পেলেও তাঁর শট ঠেকান অ্যাঙ্গোলার গোলকিপার পেদ্রো মার্কেস। ৩৬ ও ৩৮ মিনিটেও সুযোগ হাতছাড়া হয় তাঁর। টানা আক্রমণে ব্যস্ত রাখেন প্রতিপক্ষকে, তবে গোল পাননি।
৩৯ মিনিটে কর্নার থেকে শট নিলেও সেটিও ব্লক করে দেন মার্কেস। তবে তিন মিনিট পর মেসির বাড়ানো বল থেকেই লিড পায় আর্জেন্টিনা। ডি-বক্সে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ে গোল করেন লাউতারো মার্তিনেজ।
বিরতির পর ৪৭ মিনিটে সমতা ফেরানোর ভাল সুযোগ পেয়েছিল অ্যাঙ্গোলা। ফ্রেডি বল নিয়ে এগোলেও রোমেরো ও তালিয়াফিকোর দৃঢ় রক্ষণে থেমে যায় সেই আক্রমণ।
৮১ মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। মেসি বল নিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন লাউতারোকে। লাউতারো আবার বল ফেরত দিলে কাছাকাছি অবস্থান থেকে গোল করেন মেসি।
৮৬ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। বদলি হিসেবে নামেন পানিচেলি। এর কিছুক্ষণ আগেই বদলি করা হয় ম্যাক অ্যালিস্টার ও লাউতারোকে।
নিয়ন্ত্রিত ফুটবল, স্বস্তির জয়—সব মিলিয়ে দুর্দান্ত একটি বছর শেষ করে ২০২৬ সালের প্রস্তুতি আরও মজবুত করল আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



