বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির এই দুনিয়ায় সারাবিশ্বকে মুঠোবন্দী করেছে ছোট্ট একটি স্মার্টফোন। প্রযুক্তির প্রায় সব কিছুই আঙুলের ইশারায় নিয়ে এসেছে স্মার্টফোনে। নিত্যদিনের অফিস থেকে পছন্দের বিনোদন পেতে স্মার্টফোনের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোন জো নেই।
স্মার্টফোনকে ঘিরে মানুষের উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। এই উন্মাদনা আরও বহু গুণ বাড়িয়ে দিতে ২০২১ সালে বাজারে এসেছে একের পর এক স্মার্টফোন। দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ হয়েছে এই বছরে।
চলুন দেখে নেওয়া যাক এ বছরের সবচেয়ে সেরা ৫ স্মার্টফোন এর তালিকা-
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা
এই ফোনে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরাটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যাতে রয়েছে থ্রি এক্স জুম। এতে আপনি পাবেন ১০ মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে রয়েছে ১০০ এক্স জুম ফিচার।
অপো ফাইন্ড এক্স৩ প্রো
অপ্পো ফাইন্ড এক্স৩ প্রো ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি QHD+ E4 OLED কার্ভড এজ টু এজ ডিসপ্লে। আবার Oppo Find X3 Pro ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র্যাম (LPDDR5) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে (গ্লোবাল মার্কেটে নয়)।
ফটোগ্রাফির জন্য অপ্পো ফাইন্ড এক্স৩ প্রো ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল Sony IMX766 ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/১.৮)। এর সাথে OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করবে। আবার সেকেন্ডারি ক্যামেরা হল ১১০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 আলট্রা ওয়াইড লেন্স (এফ/২.২)। এছাড়াও বাকি দুটি ক্যামেরার একটি হল ৬০এক্স ডিজিটাল ৩ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/৩.০), ও অন্যটি ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা (এফ/২.৪), যার সাথে ৫এক্স হাইব্রিড এবং ২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪)।
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩
Samsung Galaxy Z Fold 3 ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে Android 11 অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির One UI স্কিন। এই ফোনে একটি 7.6 ইঞ্চি QXGA+ Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই প্রসেসর আবার পেয়ার করা রয়েছে 12GB পর্যন্ত RAM ও 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। Galaxy Z Fold 3 এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12MP সেন্সর। সঙ্গে রয়েছে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 12MP টেলিফোটো সেন্সর দিয়েছে Samsung। টেলিফোটো ক্যামেরায় থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন। Galaxy Z Fold 3 ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 10MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, ফোল্ডেবল ডিসপ্লের নীচেই একটি 4MP ক্যামেরা ব্যবহার হয়েছে।Galaxy Z Fold 3 ফোনে রয়েছে 4,400mAh ব্যাটারি। এই ব্যাটারি ওয়্যারলেস ও ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এই ফোনে রয়েছে S Pen সাপোর্ট। এই প্রথম কোনও ফোল্ডেবল ফোনে S Pen সাপোর্ট দিল Samsung।
ওয়ানপ্লাস ৯ প্রো
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ৯ প্রোতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও ফোনে একটি ২ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।ব্যাটারি রয়েছে ৪৫০০মিলিএম্প।
শাওমি মি ১১ আলট্রা
শাওমি মি ১১ আলট্রা ফোনটিতে 6.81 ইঞ্চি কোয়াড-কাভর্ড e4 AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। স্ক্রিনের পিক ব্রাইটনেস 1700 নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে। স্মার্টফোনে একটি সেকেন্ডারি 1.1-ইঞ্চি AMOLED রিয়ার ডিসপ্লেও রয়েছে যার রেজোলিউশন 126×294 পিক্সেল। ফোনে রিয়ারে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। হ্যান্ডসেটে একটি 50 মেগাপিক্সেল স্যামসং ISOCELL প্রআমারি ক্যামেরা রয়েছে। ফোনে 48-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 48-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। ফোনের ফ্রন্টে সেলফি তোলার জন্য একটি 20-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। এমআই 11 আল্ট্রাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 12 জিবি র্যাম এবং 256 জিবি ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 12 এর সাথে আসে। শাওমি ডিভাইসটির জন্য MIUI 12.5 আপডেটও প্রকাশ করেছে। 67W ফাস্ট চার্জিং সহ ফোনটিতে ৫০০০mAh ব্যাটারি রয়েছে।
স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের নতুন দুই স্মার্টফোনের উৎপাদন শুরু, বাজারে আসছে যখন
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.