জুমবাংলা ডেস্ক: মার্কিন উন্নয়ন সংস্থা আইপাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ডেপুটি কান্ট্রি ডিরেক্টর।
পদের সংখ্যা
১টি
আবেদন যোগ্যতা
মাস্টার্স পাস। তবে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমমান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে প্রোগ্রাম পরিচালনায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয় জানা শোনা থাকতে হবে।
কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট অফিসিয়াল হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দারুণভাবে যোগাযোগে দক্ষ হতে হবে। এখানেই শেষ নয়, প্রার্থীর মধ্যে নেটওয়ার্কিং, উপস্থাপনায় কৌশলী হতে হবে।
তবে সাংগঠনিক কাঠামো পরিচালনায় সিদ্ধহস্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও রিস্ক ম্যানেজমেন্ট, সমস্যা সমাধানে পারদর্শী, নেতৃত্বের গুণাবলী ও কনসেপ্টচুয়াল থিংকিং নিয়ে কাজে দক্ষ হতে হবে। চাপ সামলে কাজের মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
তবে এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ভ্রমণ। বলা হয়েছে, একজন প্রার্থীকে চাকরি-কালীন সময়ের ৩৫ শতাংশই ভ্রমণে সক্ষমতা হতে হবে। অর্থাৎ যারা কিছুটা ভ্রমণপ্রিয় তাদের জন্য এটি দারুণ সুযোগ।
বেতন ও সুযোগ-সুবিধা
আইপাস বছরে ৫২ লাখ ২০ হাজার ২০ টাকা বেতন হিসাবে প্রদান করবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, গ্র্যাচুয়েটি, হেলথ কভারেজ ও লাইফ ইনস্যুরেন্স দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
২৩ জুন, ২০২২
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।