বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র হামিম নিলয়ও গানের সঙ্গে যুক্ত; থাকেন আমেরিকায়। প্রায় ১ বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানালেন পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান।

তিনি বলেন, ‘তাদের বিয়েটা আগেই হয়েছে। গত বছরের ৪ মার্চ। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না। আজকের মধ্যেই আমরা জানাব।’
২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান পড়শী। সেই গানের স্টেজেই নিলয়ের সঙ্গে পরিচয়। নিলয়ও প্রতিযোগী ছিলেন। বলা যায় ১৬ বছর আগের পরিচিত-পরিণয়কে পরিণতি দিলেন তারা। নিলয় এখন আমেরিকার সিটিজেন। সেখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তাঁর পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। তখনই বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। গুছিয়ে নিয়ে বিয়ের খবরটা প্রকাশ করার পরিকল্পনা ছিল তাদের। আগামী ফেব্রুয়ারিতে সে আয়োজনও হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বাক্ষর আরও বলেন, ‘ক্ষুদে গানরাজ থেকেই তারা বেস্টফ্রেন্ড। বছর ২-৩ হলো তারা রিলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছর পারিবারিক ও ঘরোয়াভাবে তাদের কাবিন হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা মার্চে বিবাহত্তোর সংবর্ধনা হবে।’ সূত্র : ইনডিপেনডেন্ট ডিজিটাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



