Advertisement

জুমবাংলা ডেস্ক : গৃহবধূ শেফালী বেগম (৩০) মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত। সঙ্গে সঙ্গে পুড়ে অঙ্গার হলো দুই সন্তানের জননী। বজ্রপাতের ফলে মাঠে থাকা বিচুলিতে আগুন ধরে যায়। আর শেফালীর পুরো শরীর পুড়ে ঝলসে যায় বজ্রপাতে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে। শেফালী ওই গ্রামের নজির আহম্মেদের স্ত্রী।
কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান শেফালী। এমন সময় বজ্রবৃষ্টি শুরু হয়। মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে শেফালীর গোটা শরীর ঝলসে যায়। শেফালীর এহেন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



