জুমবাংলা ডেস্ক: বজ্রপাতে দেশের তিন জেলা ফরিদপুর, মানিকগঞ্জ ও মাগুরায় বৃহস্পতিবার প্রবাসীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
ইউএনবির ফরিদপুর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে জেলার সালথা ও নগরকান্দা উপজেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামের ঈদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম (৪৫), একই ইউনিয়নের বাতা গ্রামের সৌদি আরব প্রবাসী বিল্লাল মাতুব্বর (৪৭) এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী।
সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, হাসি বেগম বাড়িতে রান্না করার সময় এবং বিল্লাল মাতুব্বর ছেলেকে নিয়ে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
ওসি বলেন, বিল্লাল মাতুব্বর ঈদের আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন।
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সরদার মনিরুজ্জামান জানান, ইমরান ব্যাপারী কুমার নদে পাট জাগ দেয়ার সময় বজ্রপাতে মারা যান।
এদিকে মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী, ঘিওর উপজেলার মৌহালী গ্রামে বজ্রপাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মৌহালী গ্রামের লালু চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কৃষি জমিতে কাজ শেষে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে মঙ্গল চন্দ্র সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলায় বজ্রপাতে অলীক বিশ্বাস (৩৫) নামে এক কৃষক নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সদর হাসপাতালের আরএমও ডা. বাশুদেব কুমার কুন্ডু জানান, দুপুর ৩টার দিকে সদর উপজেলার নলদা গ্রামের অরুন বিশ্বাসের ছেলে অলীক বিশ্বাস মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বজ্রপাতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.