বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলও অধরাই থেকে যায়। তবে এবার সত্যি সত্যি অভিনেত্রী রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি হয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। চলতি বছরই অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’-এ দেখা যাবে অভিনেত্রীকে। তবে আগামী ঈদে নয়; অন্য যে কোনো সময় মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার এসেছে তানজিন তিশার ফার্স্টলুক পোস্টার। পরপর দুবার শাড়ি কেলেঙ্কারির পরিবেশকে ঘুরিয়ে দিলেন অভিনেত্রী। তার পরনে দেখা গেছে, সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট ও পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী এবং নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি।
চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন— তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।
সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন পোস্টারটি শেয়ার করে, সেখানে তিশা লিখেছেন—’আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।’ আবার অনেকে ভালো না লাগার বিষয়টিও মন্তব্যের ঘরে জানিয়েছেন।
তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— ‘দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। আরেকজন লিখেছেন— ‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ‘সোলজার’ সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



