স্পোর্টস ডেস্ক : বড়সড় বিপদের মুখে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে দল থেকে ছিটকে যাচ্ছেন দলটির একের পর এক তারকা ফুটবলার। এবার সেই মিছিলে যুক্ত হলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বড়সড় চোটে পড়েছেন এই ফুটবলার।
আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স জাতীয় দলের হয়ে অনুশীলনে নেমে ইনজুরিতে পড়েছেন কামাভিঙ্গা। তারকা এই ফুটবলারের পায়ে স্ক্যান করানোর পর জানা যায়, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তার। শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
ধারণা করা হচ্ছে, চোটের কারণে প্রায় ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কামাভিঙ্গার। তবে ঠিক কতো সময় পর ফিরবেন তিনি সে সম্পর্কে কিছুই জানায়নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
কামাভিঙ্গার ইনজুরিতে বিপদ ঘনীভূত হয়েছে রিয়াল শিবিরে। ২১ বছর বয়সী এই ফুটবলার কোচ কার্লো আনচেলত্তির অন্যতম অস্ত্র। চলতি মৌসুমের লা লিগায় সবগুলো ম্যাচে তাকে খেলিয়েছেন আনচেলত্তি। এবার তার অনুপস্থিতি নিঃসন্দেহে ভাবাবে কোচকে।
চোটের কারণে মৌসুমের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে রিয়াল। ইনজুরিতে মৌসুমের শুরুতেই ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, ডিফেন্ডার এদের মিলিতাও এবং নবাগত আর্দা গুলার। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় শুক্রবার (১৭ ১৭ নভেম্বর) ঊরুর চোটে মাঠ ছাড়েন দলটির ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।