স্পোর্টস ডেস্ক: বদলে গেলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের মতেরায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করা হয়েছে। আগে ওই স্টেডিয়াম মতেরা স্টেডিয়াম নামেই পরিচিত ছিল। খবর খালিজ টাইমস’র।
সম্প্রতি স্টেডিয়ামটি ব্যাপক সংস্কারের পর পুনরায় খোলা হয়েছে এবং এর আসন ক্ষমতা বৃদ্ধি করে রেকর্ড এক লাখ ১০ হাজার করা হয়েছে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মতেরার ওই স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামে। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ উদ্বোধন করেছেন স্টেডিয়ামটি। যদিও ক্রিকেট স্টেডিয়ামসহ পুরো স্পোর্টস এনক্লেভের নামকরণ করা হয় সরদার বল্লভভাই প্যাটেলের নামে।
গত বুধবার সেখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলেছে ভারত।