বদলে যাবে মোবাইল বাজার, লঞ্চ হচ্ছে আলোচিত Xiaomi Black Shark 6
বিজ্ঞান ও প্রযুুুক্তি ডেস্ক: Xiaomi-র সবথেকে চর্চিত ফোনটি এবার বাজারে আসতে চলেছে। প্রতিটি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাই তাদের গেমিং ডিভাইস নিয়ে আসতে বেশি করে মনোনিবেশ করেছে। Xiaomi-ই বা সেই দৌড়ে পিছিয়ে থাকে কেন! সংস্থার একটি আলাদা গেমিং উইং রয়েছে, যার নাম Black Shark। কিন্তু চীনে কোভিড পরিস্থিতি সহ আরও নানাবিধ কারণে ব্ল্যাক শার্কের কর্মীরা তাদের প্রোডাক্ট তৈরি করতে পারছিলেন না। আর সেই কারণেই কোম্পানির সবথেকে চর্চিত ফোন Xiaomi Black Shark 6 নিয়ে কোনও ডেভেলপমেন্টও নজরে আসছিল না। একাধিক রিপোর্ট থেকে সেই সময় জানা গিয়েছে, Xiaomi তার Black Shark 6 ফোনের লঞ্চ ডেট পিছিয়ে দিয়েছে। তবে, গত ফেব্রুয়ারিতেই সেই ফোনের একাধিক স্পেসিফিকেশন বাজারে লিক হয়ে যায়। আর ফোনের লুক ও ডিজ়াইন তো অনেক দিন আগেই প্রকাশ্যে এসেছিল।
সম্প্রতি ফোনটি দেখা গিয়েছে, চীনের একটি সেকেন্ড হ্যান্ড মার্কেটপ্লেস থেকে, যার নাম Youxianyu। কেউ একজন ফোনটির প্রোটোটাইপ বিক্রি করতে এসেছিলেন। এটি আসলে Xiaomi Black Shark 6 ফোনের এক্কেবারে প্রথম পর্যায়ের প্রটোটাইপ। তবে, যতই প্রাথমিক প্রোটোটাইপ হোক না কেন, ফাইনার প্রোডাক্টটি এর থেকে খুব একটা আলাদা হবে না। সেখানে ফোনের একটি প্রাইস ট্যাগও দেখা গিয়েছে। CNY 3,900 বা 560 মার্কিন ডলারে ওই প্রোটোটাইপটি বিক্রি করা হয়েছে চীনের সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসটিতে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 46,000 টাকা। তবে ফোনটি আরও বেশি দামে লঞ্চ করা হবে। প্রসঙ্গত, এই সিরিজ়ে থাকবে মোট দুটি ফোন Xiaomi Black Shark 6 এবং Black Shark 6 Pro।
Xiaomi Black Shark 6: ডিজ়াইন ও মূল স্পেসিফিকেশন
Xiaomi Black Shark 6 ফোনে নতুন ক্যামেরা আইল্যান্ড ডিজ়াইন দেওয়া হয়েছে। ফোনের পিছনে রয়েছে লেদার ফিনিশিং। ফোনটির ডিজ়াইন ল্যাঙ্গুয়েজ অনেকাংশেই মিলে যাচ্ছে Shark 5 সিরিজ়ে। যদিও ফাইনাল প্রোডাক্টটিতে এই সবকিছু থাকবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। লিস্টিং থেকে জানা গিয়েছে, 12 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। 64 MP Sony IMX686 ক্যামেরা দেওয়া হয়েছে ওই ব্ল্যাক শার্ক মডেলে। তবে এরকম একটা অত্যাধুনিক ফোনে এরকম প্রাইমারি ক্যামেরা দেওয়ার ব্যাপারটি বড্ড গোলমেলে লেগেছে। অন্য দিকে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই হ্যান্ডসেট।
জল্পনা চলছে যে, এই Xiaomi Black Shark 6 ফোনে পারফরম্যান্সের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 CPU। ব্যাটারি হিসেবে থাকছে একটি 5,000 mAh ইউনিট। যদিও লিকে ফোনের ডিসপ্লেটি দেখা যায়নি। তবে, মনে করা হচ্ছে AMOLED প্যানেল রয়েছে, যা 144Hz বা 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Xiaomi সম্প্রতি ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে Xiaomi 13 এবং 13 Pro লঞ্চ করেছে। এখন জল্পনা চলছে, POCO F5 এবং Black Shark 6 সিরিজ়ের ফোনগুলি নিয়ে। এদের মধ্যে কোনটা ভারত এবং অন্যান্য দেশে লঞ্চ করে Xiaomi, সেটাই এখন দেখার।
রাস্তা খোঁজা ছাড়াও গুগল ম্যাপের ৭ চমৎকার ব্যবহার যা আপনাকে অবাক করবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।