বন্ধুর বিয়েতে ৫ কেজি পেঁয়াজ উপহার

piajজুমবাংলা ডেস্ক : চারদিকে পেঁয়াজের এই হাহাকারের মধ্যে এক বন্ধুর বিয়েতে ৫ কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন আরেক বন্ধু। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর হুট করে বেড়ে গেছে পেঁয়াজের দাম। এমনকি প্রধানমন্ত্রী নিজেও নাকি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন!

জানা যায়, বন্ধুর বৌভাতের দিন ঢালা ভর্তি পেঁয়াজ নিয়ে হাজির হয়ে যান তিনি। এ ব্যাপারে উপহার পাওয়া বন্ধু বলেন, খুব উপকার হইলো, সে আমার প্রকৃত বন্ধু। আমার যে বেতন, ভাবসিলাম নতুন বউরে মনে হয় পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার ট্রেনিং দিতে হইবো। কিন্তু আমার জানের জান বন্ধু আমারে সেই বিপদ থেকে রক্ষা করলো।

এদিকে পেঁয়াজ উপহার দেওয়া বন্ধু বলেন, সোনাদানা দিয়ে কি করবো ভাই, ওগুলা তো আর খাওয়া যায় না। এখন আকালের এই বাজারে পেঁয়াজের চেয়ে দামি কিছু আর নাই। কথা কি কিলিয়ার না ভেজাল আছে? (তথ্য ফেসবুক থেকে নেয়া)

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *