অর্থনীতি ডেস্ক : মরণঘাতি করোনার আক্রমনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও চরম নেতিবাচক প্রভাব পড়ছে। আবহমানকাল থেকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যে বৈশাখী হালখাতা জড়িয়ে ছিলো সেটাও বন্ধ।
প্রশ্ন উঠেছে বন্ধ হালখাতায় কোথায় গিয়ে ঠেকবে দেশের অর্থনীতি?
বাণিজ্যমন্ত্রীর মতে, এবারের নববর্ষ করোনার কারণে মলিন হয়েছে। ব্যবসায়িক মন্দা কাটাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৭২ হাজার ৫০ কোটি টাকার প্যাকেজের আওতায় সমাজের সবশ্রেণির ব্যবসায়ী ও উদ্যোক্তারায় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের কারণে পহেলা বৈশাখের উৎসব বন্ধ ছিল। এর ৪৯ বছর পর এবছর করোনার কারণে এই উৎসব বন্ধ থাকলো।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বাংলা নববর্ষ কেন্দ্রিক অর্থনীতির সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও মাঝারি উদ্যোক্তারা জড়িত। এসব ব্যবসায়ী বা উদ্যোক্তা একটা ব্যবসার ওপরই নির্ভরশীল। করোনার ক্ষতি কাটাতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও ব্যবসায়ী নির্বাচন করেই তাদের সহায়তা দেওয়া প্রয়োজন।’
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, সব বাধাই এক সময় কেটে যাবে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সবাই একযোগে কাজ করবো। এ ক্ষতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো।’
তথ্যসূত্র : বাংলাট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।