বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যালেক্সা ডটকম বন্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম ২০২২ সালের ১ মে বন্ধ হয়ে যাবে ।
এ বিষয়ে অ্যালেক্সার ওয়েবসাইটে বলা হয়, ২৫ বছর আগে অ্যালেক্সা ইন্টারনেটের যাত্রা শুরু। যাত্রার দুই দশক পর কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যালেক্সা ডটকম। ২০২২ সালের ১ মে থেকে বন্ধ হয়ে যাবে এ সেবা। আমাদের কন্টেন্ট রিসার্চ, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ ও কিওয়ার্ড রিসার্চের সুযোগ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।
এর পর ওয়েবসাইটে নতুন সাবস্ক্রিপশন সংক্রান্ত বেশকিছুর উত্তর দিয়েছে অ্যালেক্সা।
সেখানে বলা হয়, ৮ ডিসেম্বর থেকে নতুন সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান গ্রাহকরা এ অ্যালেক্সা ডটকমের সেবা পাবেন ২০২২ সালের ১ মে পর্যন্ত। এর পর থেকে কোনো গ্রাহক অ্যালেক্সায় ঢুকতে পারবেন না।
ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম জানায়, যদি কেউ চান তবে অ্যালেক্সা ডটকমে তার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।
অ্যালেক্সা ডটকমে সর্বশেষ বিল দেওয়ার তারিখ ২০২২ সালের ১ এপ্রিল।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে এই সময়ের মধ্যে তাদের তথ্য অ্যালেক্সার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। বিভিন্ন উপায়ে এ ডাউনলোডের সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত অ্যালেক্সার সাইটে দেওয়া আছে।
প্রসঙ্গত, ওয়েবসাইট অ্যানালাইসিস ভিত্তিক এ উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। অনেক জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি এর অংশীদার। অ্যালেক্সার সদর দপ্তর সানফ্রান্সিস্কোতে।
শুধু ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্যই নয়, ওয়েবসাইটের কনটেন্টের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও কম্পিটেটর অ্যানালাইসিস টুলসের সব ফিচারই অর্থের বিনিময়ে গ্রাহককে দিয়ে থাকে অ্যালেক্সা। ডিজিটাল মার্কেটংয়ের ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিসের জন্য এগুলো অপরিহার্য।
এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র্যাংকিং কত অ্যালেক্সায় তাও দেখা যায়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.