জুমবাংলা ডেস্ক : যশোরের কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লাশ নৌকায় করে কবরস্থানে নিয়ে যেতে হয়েছে। পারিবারিক কবরস্থানে পানি থাকায় পাশের উঁচু জায়গায় দাফন করা হয়েছে লাশটি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) বুধবার রাতে অসুস্থ হয়ে মারা যান। মধ্যকুল গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে ওই ব্যক্তির লাশটি বাড়ি থেকে নৌকায় করে দূরের কবরস্থানে নেয়া হয়। কবরস্থানটিও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়।
সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, এশার নামাজের পর তার স্বামী কলেমা পড়তে পড়তে অসুস্থ অনুভব করে মারা যান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন জানান, বন্যার পানিতে মধ্যকুল গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির লাশ নৌকায় করে তাদের পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।