জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোংলায় বসতবাড়ির মুরগির ঘর থেকে একটি ‘এশিয়ান রক পাইথন’ সাপ উদ্ধার করেছেন ওয়াইল্ডটিম ও ভিটিআরটি টিম সদস্যরা।
সোমবার (৩১ মে) দুপুরে মোংলা উপজেলা চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির মুরগির ঘর থেকে ওই সাপটি উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধার হওয়া সাপটি চাঁদপাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াইল্ডটিম প্রতিনিধি মো. সোহেল হাওলাদার।
বন বিভাগের ধারণা, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সুন্দরবনে পানি বৃদ্ধি পাওয়ায় বনের গহীন থেকে ভাসতে ভাসতে লোকালয়ে খাদ্যের সন্ধানে আসতে পারে সাপটি।
জানা গেছে, লোকালয় আসা ওই সাপটি মুরগির ঘরে ঢুকে ৫টি হাঁস ও ২টি মুরগি মেরে ফেলেছে।
এদিকে, বনবিভাগের বনরক্ষী মো. মিজানুর রহমান বলেন, ওয়াইল্ডটিমের সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করলে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় আমরা যৌথভাবে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করি। সাপটির ওজন ১২ কেজি এবং লম্বায় ৯ ফুট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।