আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যার তোড়ে ভেসে গেল আস্ত একটি হোটেল। শুক্রবার (২৬ আগস্ট) সোয়াত নদীর তীরের কালাম নামক স্থানে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, বন্যার পানির প্রচণ্ড তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৫ তলা হোটেলটি। ভেসে যায় সাথে সাথেই।
‘নিউ হানিমুন’ নামের তারকা হোটেলটি সোয়াত ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। পাকিস্তানে গেল কয়েক দিনে বন্যা এবং ভূমিধসে অন্তত ৫০টি হোটেল ভেসে গেছে। অন্যদিকে ভেঙে পড়েছে ২৪টির মতো স্থায়ী এবং অস্থায়ী সেতু।
Iconic New Honeymoon Hotel in Kalam completely destroyed due to rains and flash floods. Unprecedented rains caused havoc across the country with Balochistan, Sindh and South Punjab worst affected. pic.twitter.com/nOPtw7mEaG
— Azhar Abbas (@AzharAbbas3) August 26, 2022
বিগত বেশ কয়েকদিন ধরেই প্রলয়ঙ্কারী বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তান। বন্যায় এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরইমধ্যে সিন্ধু অঞ্চলের সুকুর, রোহরি, খায়েরপুর, ফয়েজগঞ্জসহ ১০টি শহর পুরোপুরি তলিয়ে গেছে পানির নিচে।
অঞ্চলগুলোয় এখনও আটকা পড়ে আছে বহু মানুষ। নিখোঁজ অনেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ কোটির বেশি মানুষ। সূত্র: জিও টিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।