জুমবাংলা ডেস্ক : ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের ফেনীসহ বেশ কয়েকটি জেলা। সময় যাচ্ছে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তারা জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
এদিকে, বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।