নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমিতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদকে কেন্দ্র করে মানববন্ধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
গত ২৫ নভেম্বর ভবানীপুর গুচ্ছগ্রাম ও দরগারচালা তেঁতুলতলা এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদ করা হয়।
এই উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে মানববন্ধন করে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন।
মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় ইউনুছ (ড্রাইভার) কামাল মোল্লা ও রিপন হাসান। প্রথমে তারা ভবানীপুর বাসস্ট্যান্ড এবং মুক্তিযোদ্ধা কলেজ মাঠে অবস্থান নেয়।
পরে বেলা ১২টার দিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভবানীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে। এর ফলে সড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা।
পরে জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টা ৪০ মিনিটে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বন বিভাগের জমিতে অবৈধ ঘর বাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে ভুক্তভোগী ও স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ। পরে তাদেরকে বুঝিয়ে মাহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।