আন্তর্জাতিক ডেস্ক : লায়লা ডেভিস নামের ব্রিটিশ শিশুটির বয়স মাত্রই ১৮ মাস। অল্পদিন হলো গুটি গুটি পায়ে হাঁটে। এ বয়সেই শিশুটিকে তুলনা করা হচ্ছে মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে।
মজার ব্যাপার হচ্ছে, আইনস্টাইনের মতো প্রখর বুদ্ধিমত্তার জন্য নয়; বরং এই তুলনা দুজনের চুলের ধরনের মিলের কারণে।
লায়লার চুল অনেকটা আইনস্টাইনের চুলের মতোই এলোমেলো ও ফোলানো। তার ঝাঁকড়া বেয়াড়া চুলগুলো কোনোভাবেই বশে এনে পরিপাটি করা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি প্রকাশ হতেই তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে আইনস্টাইনের পাশাপাশি সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চুলের সঙ্গেও লায়লার চুলের মিল খুঁজে পাচ্ছেন।
লায়লা ডেভিসের বাড়ি যুক্তরাজ্যের সাফোকের গ্রেট ব্ল্যাকেনহামে। মা শার্লট ও বাবা কেভিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, লায়লার বয়স যখন এক বছরের কাছাকাছি তখন থেকেই তার চুল এমন ফুলেফেঁপে উঠতে শুরু করে। এরপর সময় যত গড়িয়েছে ততই এলোমেলো ও ঝাঁকড়া হয়েছে তার চুল।
আসলে লায়লা চুলের একটি বিরল রোগে ভুগছে। চিকিৎসাবিজ্ঞানে জন্মগত এই রোগের নাম আনকমেবল হেয়ার সিনড্রোম (ইউএইচএস)। চুল ‘সাইজ করতে’ চিরুনি ব্যর্থ হওয়াতেই এ নাম। গত মাস থেকে লায়লার চিকিৎসা শুরু হয়েছে।
মার্কিন সরকারের জেনেটিক অ্যান্ড রেয়ার ডিজিজেস ইনফরমেশন সেন্টার অনুসারে, ইউএইচএস হলো মাথার ত্বকের চুলের একটি বিরল ব্যাধি। মূলত জিনগত পরিবর্তনের কারণে এই রোগ দেখা দেয়। চিকিৎসক ও বিজ্ঞানীদের মতে, বিশ্বে মাত্র ১০০ জনের এই বিরল রোগ শনাক্ত হয়েছে।
রোগটির কোনো প্রতিকার না থাকলেও সাধারণত চুলের ফুলেফেঁপে ওঠা ও চরম এলোমেলো অবস্থা একসময় কিছুটা ভালো হয়ে ওঠে। কখনো আবার বয়ঃসন্ধিকালের শুরুতে সম্পূর্ণ ভালো হয়েও যায়। সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।