Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোরের সিংড়ায় বরই খেতে গিয়ে পানিতে পড়ে জুনাইদ হোসেন (৬) নামের এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে বাড়ির পাশের দীঘিতে নৌকায় চড়ে বরই খেতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মকলেছুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার শালমারা গ্রামের স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আব্দুস সালামের ছেলে জুনাইদ হোসেন বাড়ির পাশের দীঘিতে নৌকায় চড়ে প্রতিবেশী দুই শিশুর সাথে বরই খেতে যায়।
এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। পরে পানিতে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটালী ইউনিয়ন পরিষদের মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।