জুমবাংলা ডেস্ক: বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে তিন কিশোর। তিনজনই ওয়াজ মাহফিল থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত রাত সোয়া ১২টার দিকে বেতাগী উপজেলার খানের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭) ও মোকামিয়া গ্রামের আলআমিনের ছেলে সিয়াম (১৪)।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম হাওলাদার এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের স্বজনরা জানান, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও সিয়াম বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সোয়া ১২টার দিকে পাশ্ববর্তী খানের হাট এলাকায় আসলে তিন কিশোরের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।