বিনোদন ডেস্ক : ‘দোটানায়’ শিরোনামের একটি খন্ড নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি সজল এবং শখ। নাটকটি পরিচালনা করবেন আকাশ নিবির। আসছে কোরবানি ঈদে নাটকটি একুশে টিভির ঈদ আয়োজনে দেখা যাবে। নাটকটিতে একটি রোমান্টিক গানও রয়েছে। নিজের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।
জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া বরগুনার রিফাত হত্যার আলোচিত ঘটনার আদলে নির্মিত হতে যাচ্ছে ‘দোটানায়’। পুরো ঘটনা দেখা না গেলেও কিছু নির্মম সত্য কাহিনী দেখতে পাবেন দর্শকরা।
নাটকটি শুরু হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই থেকে। ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হবে বলে জানান নির্মাতা।
‘দোটানায়’ নিয়ে সজল বলেন, চমৎকার একটি গল্প। নির্মম কিছু সত্য মানুষ দেখতে পাবে। যোগ করা হয়েছে ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র। আশা করি, দর্শকের মনে দাগ কাটবে।’
‘গল্প যেটা শুনলাম ভালোই লেগেছে। এই নাটকে আমার সহকর্মী হিসেবে থাকবেন সজল ভাই। আশা করি, নাটকটির নির্মাণও ভালো হবে।’ বললেন আনিকা কবির শখ।
এদিকে নির্মাতা আকাশ নিবির বলেন, ‘বরগুনার আলোচিত হত্যার আদলেই নির্মাণ হচ্ছে ‘দোটানায়’। আশা করি দর্শকদের চাহিদার খোরাক হবে।’
জানা যায়, নাটকটিতে একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।